মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৭ জুন ২০২৪ ১৭ : ৪৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রাহুল গান্ধীই ম্যান অফ দ্যা ম্যাচ। মন্তব্য কংগ্রেস নেতা শশী থারুরের। যদি সংসদে বিরোধী দলনেতা হিসাবে কারও নাম উঠতে পারে তবে তা একমাত্র হতে পারে রাহুল গান্ধীর। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থারুর বলেন, ভারতবাসীর রায়কে মাথা পেতে নিতে হবে। এতদিন ধরে সংসদে নিজেদের ইচ্ছায় কাজ করেছে মোদি সরকার। তবে এবার শক্তিশালী বিরোধী শিবিরের সামনে কতটা সরকার চালাতে পারেন সেটাই দেখার। মোদির নেতৃত্বে এনডিএ সরকারকে মজবুর সরকার বলে কটাক্ষ করেন থারুর। যে শরিকদের ভারসায় এনডিএ সরকার তৈরি হবে তার স্থায়ীত্ব কতদিন থাকবে তা নিয়েও বিস্তর জল্পনা রয়েছে। এবারের লোকসভা ভোটে তারকা একজনই। তিনি হলেন রাহুল গান্ধী। মন্তব্য থারুরের। পাশাপাশি রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস বাড়তি চাপ তৈরি করবে। বিজেপির বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন রাহুল গান্ধী, দাবি থারুরের।